দৈনিক কয়রার কন্ঠ নিউজ ডেস্ক:
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে কেন্দ্রীয় দিক-নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইং ১০/১১/২০২৫ তারিখে মহারাজপুর ইউনিয়নের আবদুল জব্বার হাই স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম কিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার সদস্য এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, সদস্য উজ্জ্বল ও আবিদ প্রমূখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার সদস্য এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক বলেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার ঘোষক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল। এটি ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার ফলাফল। এনসিপি টাকা দিয়ে ভোট কিনতে আগ্রহী নয়। বৈষম্যহীন ও দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাষ্ট্র বিনির্মান করার অঙ্গীকার এনসিপির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের এই ক্লান্তিলগ্ন সময়েও দেশের সংকটময় মুহূর্তে ছাত্ররাই রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে। তিনি অভিযোগ করেন, দেশের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের স্বার্থে বারবার সেই ছাত্র আন্দোলনের বিপ্লবকে বিক্রি ও কলুষিত করেছেন। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম ও দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতি গঠনের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা দেশের কথা ভেবে দশের কথা ভেবে স্বৈরাচারীর বিরুদ্ধে রাজপথে নেমেছিলো এবং স্বৈরাচারীকে উৎখাত করেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম বলেন, জুলাই গনঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। গত ১৬/১৭ বছরে শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হয়েছে,ঘুম খুন হত্যাকান্ড ঘটিয়েছে এহেন কোন অপকর্ম নাই যা খুনি হাসিনা করেনি। ৫ ই আগস্ট তার কবর রচনার পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বিনিমার্ণে আমরা কাজ করে যাচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি কয়রা উপজেলায় কোন চাঁদাবাজি হয়,যদি কেউ করে তাকে ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দিন প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন।